এমভয়েস ডেস্ক: দেশের মানুষ, প্রচলিত সমাজ এখনো ‘ওদের’ ভালো চোখে দেখেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘ওদের’ নিজস্ব হিজড়া পরিচয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি, সরকারি বিভিন্ন সেবা, ভাতা এবং সবশেষ মুজিববর্ষে বাড়ি উপহার দিয়েছে। এই বিরল দৃষ্টান্ত অনুপ্রাণিত করেছে বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে দুই ট্রান্সজেন্ডার নারীকে বৈশাখী টেলিভিশনে নিয়োগ দিয়ে একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। তাদের একজন তাশনুভা আনান শিশির বৈশাখীর নিউজ প্রেজেন্টার বা সংবাদ উপস্থাপন করবেন। দেশের ইতিহাসে কোন ট্রান্সজেন্ডার নারীর নিউজ প্রেজেন্টার হওয়া এটাই প্রথম এবং ঐতিহাসিক ঘটনা। তাশনুভা ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বেলা ১২টা ও বিকেল ৪টার সংবাদ শিরোনাম পাঠ করার মধ্যদিয়ে ইতিহাসে নাম লেখাবেন। আর দ্বিতীয় ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌকে দেখা যাবে বৈশাখীর নাটক ও অনুষ্ঠানে। বৈশাখীর জনপ্রিয় ধারাবাহিক “চাপাবাজ” নাটকে সপ্তাহে তিনদিন দেখা যাবে নুসরাত মৌ’কে। নারী দিবসে প্রচার হবে রাত ৯.২০ মিনিটে।
বৈশাখী টেলিভিশনের এই ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ ট্রান্সজেন্ডারদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গীর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা।
সকল নারীর জন্য শুভ কামনা।