1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আজ চট্টগ্রাম আসছেন বিটিএফ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী ফারুকী - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

আজ চট্টগ্রাম আসছেন বিটিএফ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী ফারুকী

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: ক্ষমতাসীন ১৪ দলীয় জোট সরকারের অন্যতম শরীক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র আলহাজ মোহাম্মদ আলী ফারুকী এক দিনের সাংগঠনিক সফরে আজ শনিবার চট্টগ্রামে আসছেন।

ভোরে তিনি চট্টগ্রাম পৌঁছে শহরে অবস্থান করবেন।

বিটিএফ দলীয় সূত্রে জানা যায়, ৬ মার্চ শনিবার সকাল ন’টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে বিটিএফ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। সকাল ১১ টায় নগরীর শহর কুতুব হযরত শাহ আমানত (রা:) মাজার জিয়ারত, দুপুরে জামেয়া অাহমদিয়া সুন্নিয়া অালীয়া সংলগ্ন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রা:) ও পরে ইমামে আহলে সুন্নত আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী (রা:) সহ বিভিন্ন মাজার শরীফ জিয়ারত করার কথা রয়েছে।

দুপুর ২টায় অানজুমানে নূরীয়া রজভীয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাতে তিনি ঢাকার উদ্দেশ্য চট্টগ্রাম ত্যাগ করবেন।

প্রেসবিজ্ঞাপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team