ছবি- মহরম
এমভয়েস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কসবার অন্তর্গত বল্লভপুর ব্রীজ সংলগ্ন গাছতলার মুখে ব্রিজটি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে।
এ ব্রিজটির উপর দিয়ে দৈনন্দিন শতশত যানবাহন চলাচল করে। ব্রিজটির মূল অংশের মাঝখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সংযোগ সড়ক না থাকায় যান চলাচলের অনুপযোগী এই জরাজীর্ণ ও ভঙ্গুর ব্রিজটির উপর দিয়েই এক প্রকার ঝুঁকিপূর্ণ ভাবেই যানবাহন চলাচল করছে। যার ফলে যেকোনো মুহূর্তে ব্রিজটি ধসে পড়ে অকালে অসংখ্য মূল্যবান জীবন ঝরে যেতে পারে।
এ ব্রিজটি মেরামতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এ রুটে চলাচলরত যাত্রীসাধারণ।
আআম/এমএমএইচ/২