এমভয়েস ডেস্ক: নারীরাও আর পিছে নেই। বাংলাদেশ পুলিশে যুক্ত হলো প্রথম নারী এএসআই (সশস্ত্র)।
নারী পুলিশে যুক্ত হওয়া সশস্ত্র এএসআই দের মাঝে র্যাংক ব্যাচ পরিধান কার্যক্রম রংপুরে
অনুষ্ঠিত হয়।
তাদের র্যাংক ব্যাচ পরিয়ে দেন এবং নতুন পদে আগমনের জন্য স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পিটিসি, রংপুরের কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক, অতিঃ ডিআইজি মোঃ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার (প্রশাসন) শামিমা পারভীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নতুন র্যাংক প্রাপ্তগণ হচ্ছেন, মোছাঃ মিনা আক্তার,
মোছাঃ সীমা খাতুন, মোছাঃ ময়না খাতুন।
আআম/এমএমএইচ/৪