এমভয়েস ডেস্ক: বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সুমনা কফি হাউজ নামের এই জায়গাটিতে উঠতি বয়সের তরুণ-তরুণীরা কফির বিনিময়ে ঘন্টাব্যাপি সময় নিয়ে অবাধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলো।
কফি হাউজের মালিককে একাধিকবার সতর্ক করার পরও স্থানীয় প্রভাবে সে দীর্ঘদিন যাবৎ এই অনৈতিক ব্যবসা করছেন। ঘটনা স্হলে গিয়ে সত্যতা পাওয়া যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।
আআম/এমএমএইচ/৭