1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
নগরীতে নৌকার পক্ষে ভোট চাইছেন তারকা বৃন্দ - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

নগরীতে নৌকার পক্ষে ভোট চাইছেন তারকা বৃন্দ

ডেক্স নিউজ
  • আপডেট সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নগরীতে নৌকার পক্ষে ভোট চাইছেন তারকা বৃন্দ

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের চেয়েছেন চলচ্চিত্র ও নাটকের একঝাঁক তারকা।

আজ নগরীর বিভিন্ন স্থানে ঘুরে খুলে ভোটারদের কাছে ভোট চান শিল্পীবৃন্দ। বিকাল ৪ টার দিকে তারকাবৃন্দ। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এসে রেজাউল করিম এর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে তাদের অভিমত ব্যক্ত করেন।

ভোট চাওয়া প্রসঙ্গ চিত্রনায়িকা অরুনা বিশ্বাস ইউটিভি কে বলেন রেজাউল করিম একজন বীর মুক্তিযোদ্ধা, হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন নৌকা প্রতীকে। নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা আস্থার প্রতীক তাই আগামী ২৭ জানুয়ারি নির্বাচনে জনগণকে উৎসাহিত করতে আমরা চট্টগ্রামে এসেছি। আশা করি নৌকার জয়ই অবশ্যই হবে।

শিল্পীবৃন্দ আজ ও সোমবার শহরের বিভিন্ন স্থানে তারকারা নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। প্রচারণা শেষে সোমবার সন্ধ্যায় তারা ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এসময় চিত্রতারকাদের মধ্যে উপস্থিত ছিলেন
চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক।
এছাড়া ফেরদৌস ও পূর্ণিমাসহ আরও তিন তারকা তাদের সঙ্গে যুক্ত হবেন সোমবার (২৫ জানুয়ারি)।

প্রসঙ্গত: চসিক নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থী ছাড়াও নির্বাচনে আরও ৫ জন মেয়র প্রার্থী রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team