1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
মেয়র প্রার্থী রেজাউল করিমের বাসায় মহানগর আওয়ামী লীগের বৈঠক - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

মেয়র প্রার্থী রেজাউল করিমের বাসায় মহানগর আওয়ামী লীগের বৈঠক

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

এমভয়েস ডেক্স, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসায় হঠাৎ বৈঠক করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ (ডলফিন), আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আব্দুচ ছালামসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত এক নেতা জানান, বৈঠকে নির্বাচনের প্রচারণার কলাকৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছে।
মেয়র পদে নির্বাচনের কলাকৌশল ছাড়াও এতে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের হয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে, না হলে তাদের দলের পদ-পদবি থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

শুরু থেকেই চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে হার্ডলাইনে ছিল আওয়ামী লীগ। তবে পরে নির্বাচন স্থগিত হলে করোনাকালে বিভিন্ন এলাকায় মেয়রপ্রার্থী রেজাউল করিমকে নিয়ে কৌশলী প্রচার-প্রচারণা অব্যাহত রাখে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পরে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

আআম/এমএমএইচ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team