এমভয়েস ডেক্স: পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
শনিবার ১২ ডিসেম্বর গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
পৌরসভাস্থ পটুয়াখালী সেতুর নিচে, বাস টার্মিনাল, হেতালিয়া বাধঘাটে খোলা আকাশের নিচে থাকা শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, নিজের পরিবার, আপনজনদের সাথে তীব্র শীতের মাঝে আমরা কতই না আনন্দ পিঠাপুলি কিংবা জাকজমক উৎসব করে বেড়াই। কিন্তু পথে থাকা মানুষগুলো কত কষ্টে জীবন যাপন করছে। পুলিশ সুপার সমাজের সকল সামর্থ্য ও বিত্তশালীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান (প্রশাসন ও অপরাধ), মোঃ মুকিত হাসান খান (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), মোঃ বিল্লাল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, সদর) সহ সদর থানার অফিসার ইনচার্জগণ।
এমএমএইচ/৬