এমভয়েস ডেক্স: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই প্যাকেট তাস, নগদ ২৬ হাজার ৪০০ টাকা সহ ৪ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ১০ ডিসেম্বর আকবরশাহ থানাধীন বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ ওহাব (৩৮), মোঃ বিল্লাল হোসেন (৪৬), মোঃ নাছির (৫০) ও মোঃ ইউনুছ মিয়া।
সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন জানান আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২(দুই) প্যাকেট তাস ও নগদ টাকা সহ চার জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমএমএইচ/৮