1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র ৩য় বর্ষপূতি পালন - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র ৩য় বর্ষপূতি পালন

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার পড়া হয়েছে

এমভয়েস ডেক্স: রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক”র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, ভ্যান গাড়ি বিতরণ ও এতিম ছাত্রদের লেখাপড়ার অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে ব্লাড ব্যাংকের উপদেষ্টা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার। প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অ্যাডমিন হাবীবুর রহমান।

অ্যাডমিন শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মাহাবুবুল আলম সিকদার, রেজাউল করিম, মো. এনামুল হক, আবদুল জব্বার, অ্যাডমিন আদনান ফাহিম প্রমুখ।

আলোচনা সভা শেষে ৮ জন দুস্থ নারীকে সেলাই মেশিন, দুইজনকে ভ্যান গাড়ি ও ৬ জন এতিম শিক্ষার্থীকে এক বছরের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান তুলে দেন অতিথিরা।
এর আগে গত ১২ নভেম্বর বর্ষপূতি উপলক্ষে রাউজানের পাহাড়তলী জগৎপুর অনাথ আশ্রম মিলনায়তনে অনাথ শিশুকে সাথে নিয়ে দুপুরের খাবার গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছিল ব্লাড ব্যাংক।

এমএমএইচ/৬

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team