এমভয়েস ডেক্স: শহীদজায়া ও শহীদভগ্নী, মুক্তিযোদ্ধা, উদীচী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফী ‘বেগম রোকেয়া পদকে’ ভূষিত হয়েছেন। তাঁর এই অর্জন চট্টগ্রাম মানুষের জন্যে গৌরবের।
আগামী ৯ ডিসেম্বর ঢাকার জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি। তিনি একাধারে একজন সাহিত্যক, শিক্ষানুরাগী, উদ্যোক্তা, নারীনেত্রী ও সমাজসংগঠক।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য তাকে বাংলা একাডেমি কর্তৃক ২০১৬ সালে ‘ফেলোশিপ’ প্রদান করা হয়।
এমএমএইচ/৬