এমভয়েস ডেক্স: জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নূর কুতুব আলম মান্নানকে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুজনিত কারণে সভাপতির পদটি শূন্য হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু এবং কেএম আজম খসরুকে সাধারণ সম্পাদক করা হয়। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান নূর কুতুব আলম মান্নান।
গত শুক্রবার ভোর রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক মন্টু। এরপর জাতীয় শ্রমিক লীগের সভাপতির পদ শূন্য হয়।
এমএমএইচ/৭
বুধবার ২৫ নভেম্বর২০২০ ইং