1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আজ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ফরিদুল হক খান দুলাল - MVOICE 24
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

আজ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ফরিদুল হক খান দুলাল

ডেক্স নিউজ
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার পড়া হয়েছে

এমভয়েস ডেক্স: আজ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ফরিদুল হক খান দুলাল। তিনি জামালপুর-২ আসনের সংসদ সদস্য।

এর ফলে দীর্ঘ পাঁচ মাস পর প্রতিমন্ত্রী পেতে যাচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানাযায়, ফরিদুল হক খানকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তার শপথ গ্রহণের প্রস্তুতিও চলছে।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের একটি সূত্রে জানায়ায়, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) একজন প্রতিমন্ত্রী শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা সাতটার দিকে বঙ্গভবনে শপথ নিবেন তিনি।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খানই আজ শপথ নিতে পারেন।

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আব্দুল্লাহ গত ১৩ জুন দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।দীর্ঘ দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ১৩ জুন তার শারীরিক সমস্যা প্রকট হলে রাত ১০টার দিকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

গত জুনে শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুর পর থেকে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছাড়াই চলছিল এই মন্ত্রণালয়টি।

এক নজরে ফরিদুল হক খান দুলাল:

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসনের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ৬৭ বছর বয়সী ফরিদুল হক দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

আআম/এমএমএইচ/৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ইং

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team