1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - MVOICE 24
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেক্স নিউজ
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২১১ বার পড়া হয়েছে

এমভয়েস ডেক্স: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২৩ নভেম্বর সকাল দশটার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

সভায় সিএমপি কমিশনার পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন।

দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মোঃ তফাজ্জল হোসেন ও কনস্টেবল মোঃ আব্দুল আহাদ কে ফুলেলে শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

এছাড়া নভেম্বর-২০২০ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৫৪ (চুয়ান্ন) জন পুলিশ সদস্যকে নগদ ২ লক্ষ ৭৩ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করেন।

নভেম্বর-২০২০ মাসে শ্রেষ্ঠ বিভাগ ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার), শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মোঃ ইয়াসির আরাফাত। শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, মোহাম্মদ নেজাম উদ্দিন, পিপিএম। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন, কর্ণফুলী থানার এসআই মোঃ নাছির উদ্দিন ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (ওয়ারেন্ট তামিলকারী) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালি থানার এএসআই রনেশ বড়ুয়া।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আআম/এমএমএইচ/২
সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ইং

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team