ডেক্সঃ রাঙ্গুনিয়াতে পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তকরির করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তকরির করেন আল্লামা আবুল কাশেম নূরীর বড় সাহেবজাদা হাফেজ আবুন নূর মোহাম্মদ হাচ্ছান বিন নূরী।
এসময় আল্লামা নুরী বলেন নবী প্রেম ব্যতিত আমাদের মুক্তি নেই। তাই নবীকে ভালোবাসতে হবে। মহব্বত করতে হবে। ওনার আদের্শ নিদের্শ মেনে চলতে হব।
মাহফিলে বিপুল সংখ্যক নবীপ্রেমিক অাশেক ভক্ত উপস্থিত ছিলেন।
এমএমএইচ/
২ নভেম্বর ২০২০ ইং