এমভয়েস ডেস্ক: জগৎ বিখ্যাত ওলিকুলের শিরোমনি হযরত শেখ সরফুদ্দিন বু-আলী শাহ কলন্দর (রাহঃ) ৭২৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্হ সুগন্ধা আবাসিক এলাকায় মাজারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে বোখারি, গিলাফ ছড়ানো, মিলাদ-মাহফিল, ধর্মিয় আলোচনা, তবারক বিতরণ ও ছেমা মাহফিল।
ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন মজার কমিটির মোতোয়াল্লী মোঃ ছালামত উল্লা, শাহাজাদা আরমান, ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মোঃ মহরম হোসাইন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, মাইজভান্ডার রহমানিয়া জামাত বাংলাদেশ খেদমতকার ও চউক কর্মচারী লীগের প্রচার, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ নঈমউদ্দীন।
মাহফিলের তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।
ছেমা মাহফিল পরিবেশন করেন সোবাইয়ের।