এমভয়েস ডেক্স: বীরমুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুকে রাষ্ট্রীয় গার্ড অব অনার এর মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে।
আজ ১৯ নভেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা নামাজ শেষে রায়ের বাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে দাফন করা হয়।
এদিকে জাতীয় শ্রমিক লীগ সভাপতি মরহুম ফজলুল হক মন্টু’র শেষ বিদায়ে তার কফিনে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ, ছাত্রলীগলীগের শীর্ষ নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আজ ২০ নভেম্বর ২০২০ তারিখ ভোর ৪ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রদ্ধা নিবেদন কালে জাতীয় নেতৃবৃন্দ বলেন ধৈর্য ত্যাগ ও সাহসের পরীক্ষায় উত্তীর্ণ বঙ্গবন্ধু’র আদর্শৈর আরেক নাম ফজলুল হক মন্টু।
মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন জানা যায় আগত নেতৃবৃন্দ।
এমএম/এমএমএইচ/৫