1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
কিশোরীর বিয়ে: অতপর, মা এবং বরের জেল জরিমানা - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

কিশোরীর বিয়ে: অতপর, মা এবং বরের জেল জরিমানা

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

মভয়েস ডেস্ক, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২: চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে মেয়ের মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ওই বিয়ের বরকেও অর্ধলক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের সানমুন কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত হোসনে আরা বেগম ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের বড়ছিলোনিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শফিউল আলমের স্ত্রী ও মেয়ের মা। অন্যদিকে দণ্ডিত বর আনোয়ার হোসেন উত্তর ধুরুংয়ের আবুল মেম্বারের বাড়ীর নুরুল হুদার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লংঘন করার অপরাধে কনের মা হোসনে আরা বেগমকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এদিকে কনের মাকে কারাদণ্ড দেওয়ার ছবি-ভিডিও রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকে মধ্যবয়সী এই নারীকে কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

এসআই/এমএমএইচ/০৮

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team