1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
নকল ওষুধ তৈরির উপাদানসহ প্রতারক গ্রেপ্তার হন - MVOICE 24
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

নকল ওষুধ তৈরির উপাদানসহ প্রতারক গ্রেপ্তার হন

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার পড়া হয়েছে

এমভয়েস ডেক্স: চট্টগ্রামে নকল ওষুধ তৈরির উপাদান সহ হোসেন নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরার পুরাতন কালুরঘাট এলাকার বেলালের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে সিএমপির ডিবি’র (উত্তর) টিম। এ সময় সেখান থেকে নকল ওষুধ তৈরির নানা সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ ভুয়া ওষুধ জব্দ করা হয়।

অভিযানকালে ডিবির উত্তর বিভাগের ডিসি মুহাম্মদ আলী হোসাইন এমভয়েস টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরের একেবারে পূর্ব প্রান্তে নিরিবিলি গ্রাম্য পরিবেশে জনৈক বেলালের ভাড়া করা ফ্ল্যাটে হোসেন নামের একজন নকল ওষুধ তৈরির কারখানা স্থাপন করে। তবে সেখানে কি হচ্ছিল তা স্থানীয় বাসিন্দারা কখনো টেরও পেতেন না। সব সময় দরজা বন্ধ করেই এই ধরনের নকল ওষুধ তৈরি করতো। গত দুই বছর ধরে এ কাজ চালিয়ে যাচ্ছিলো সে। একই ধরনের ওষুধ ভিন্ন ভিন্ন নামে বাজারজাতও করে আসছে সে। যার ফলে রোগীর সুস্থতার বদলে অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যু মুখোমুখি হবার কথা এসব নকল ওষুধ খেয়ে। এ ঘটনায় তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানোর কথা বলেন ডিসি আলী হোসেন।

এমএমএইচ/৯

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team