1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফে ঐতিহাসিক জশনে জুলুস - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফে ঐতিহাসিক জশনে জুলুস

ডেক্স নিউজ
  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
ছবি- শাহেনশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফে ঐতিহাসিক জশনে জুলুসে অশেক ভক্তবৃন্দের একাংশ।

মভয়েস ডেস্ক, রোববার, ২৫ ডিসেম্বর ২০২২: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৯৪ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার জোন (ক, খ, এবং গ) এর উদ্দোগে ফটিকছড়ি কলেজ মাঠ হতে প্রধান সড়ক দিয়ে জসনে জুলুস মাইজভাণ্ডার দরবার শরীফে গিয়ে শেষ হয়।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকালে জশনে জুলুসের উদ্বোধন করেন কাঞ্চনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম।

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার কবির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।

গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি গ জোনের সমন্বয়কারী মাহাবুবুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,ফটিকছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কমিটির সমন্বয়কারী নুরুল হুদা,মাষ্টার খোরশেদুল আলম, মাষ্টার মনির উদ্দিন, দেলোয়ার হোসেন, দিদারুল আলম, আলী নেওয়াজ, মোঃ দিদারুল আলম, ডাঃ মোঃ আনিস উদ্দীন সোহেল, মোঃ খোরশেদুল আলম ও সাংবাদিক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই সহ সকল শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএএস/এএএম/৯

ছবি- শাহেনশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফে ঐতিহাসিক জশনে জুলুসে অশেক ভক্তবৃন্দের একাংশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team