আওয়ামী লীগের জাতীয় কমিটিতে কারা
এমভয়েস ডেস্ক, ঢাকা,২৪ ডিসেম্বর ২০২২: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সঙ্গেই দলের জাতীয় কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা এসব নাম ঘোষণা করেন।
দলীয় প্রধান ঘোষিত জাতীয় কমিটিতে আছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মির্জা এমএ জলিল, আকবর আলী মর্জি, ড. আনিসুল হক, জাহিদ মালিক স্বপন, অধ্যক্ষ মতিউর রহমান, শাহজাহান কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, চন্দ্রী জগল পাল, শ্রী রমেশ চন্দ্র, নুরুল ইসলাম নাহিদ, হারুনুর রশিদ, হাবিবুর রহমান সিরাজ।
২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে টানা ১০ বার তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে নির্বাচিত হলেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করেছেন ওবায়দুল কাদের। কণ্ঠ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
টিএএস/এএএম/এমএমএইচ/৪