1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন চলছে - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন চলছে

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
ছবি- বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করছেন দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা। 

এমভয়েস ডেস্ক, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২: ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।

সকাল ১০টা ২৬ মিনিটে সম্মেলনস্থলে আসেন শেখ হাসিনা। ১০ টা ২৭ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সাড়ে ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সম্মেলন মঞ্চে ওঠার পর নেতা-কর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান।

সম্মেলনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয়।
এরপর শোক প্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং লাখেরও বেশি নেতাকর্মীর অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এই সম্মেলনে আসছেন।

টিএএস/এএএম/৫

ছবি- বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করছেন দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team