1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
ফটিকছড়িতে মেজবানীর মাংসে 'আল্লাহু' শব্দ! - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

ফটিকছড়িতে মেজবানীর মাংসে ‘আল্লাহু’ শব্দ!

সাইফুল ইসলাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
ছবি- মেজবানীর মাংসে 'আল্লাহু' শব্দ।

এমভয়েস ডেস্ক, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২১: চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি র আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) এর পারিবারিক মেজবানের রান্না করা গরুর মাংসে ‘আল্লাহু’ লেখা একটি টুকরো পাওয়া গেছে। এটাকে মহান আল্লাহ তায়ালার এটি নিদর্শন বলে মন্তব্য করেছেন স্থানীয় আলেমগণ।

স্থানীয় আলেম মাওলানা জুনায়েদ মাংসটি দেখে বলেন, ‘মাংসের টুকরোটিতে স্পষ্ট লেখা আছে ‘আল্লাহু’। এটি মহান আল্লাহ পাকের একটি নিদর্শন।

জানা যায়, আজ শুক্রবার ২৩ ডিসেম্বর দুপুরে আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিকরা খেতে বসলে এক সাংবাদিকের প্লেটে মাংসটি চোখে পড়লে তিনি তাৎক্ষণাৎ প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশীকে বিষয়টি অবহিত করেন। এ সময় স্থানীয় আলেমগণ মাংসের টুকরে আরবী অক্ষরে ‘আল্লাহু’ লেখা দৃশ্যমান আছে বলে নিশ্চিত করেন।

পরে বিষয়টি জানাজানি হলে রান্না করা মাংসের টুকরোটি এক নজর দেখার জন্য শতশত লোক ভিড় জমান।

স্থানীয় একাধিক আলেম বলেন, ‘সৃষ্টির সকল বস্তুর মাঝে মহান আল্লাহ তায়ালা বিরাজমান। এটি তারই একটি নিদর্শন।

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহারের ছোট ভাই দৌলতপুর ইউ.পি সাবেক চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী ‘আল্লাহু’ লেখা মাংসের টুকরোটি সংরক্ষণ করেন এবং তিনি মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন।

ছবি- মেজবানীর মাংসে ‘আল্লাহু’ শব্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team