এমভয়েস ডেস্ক, শনিবার, ০৩ ডিসেম্বর: আগামী ৪ঠা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মহাসমাবেশকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলী কারখানা শাখা স্বাগত মিছিল ও সমাবেশ করেছে।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান আকন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী ও মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসাদ্দেদ আল ফেছানী সুমন ও খন্দকার সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান পাভেল, সাইমুম হোসেন ও সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সহ-দপ্তর সম্পাদক জাকির হাসান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, পাহাড়তলী কারখানা শাখার সভাপতি আব্দুল মালেক,সম্পাদক মাধব চন্দ্র মল্লিক, চট্টগ্রাম শাখার সভাপতি আলহাজ্ব আশরফ আলী ও সম্পাদক আশীষ কুমার চৌধুরী,ষোলশহর শাখার সভাপতি বিমল বড়ুয়া ও সম্পাদক আজমীর তালুকদার, সিসিএস শাখার সম্পাদক শাহাদাত হোসেন, পাহাড়তলী ডিআরএম শাখার সভাপতি নুর নবী ও সম্পাদক আবদুল কাদের, সিজিপিওয়াই শাখার সম্পাদক রাজিবুল হাসান,নিউ ষ্টোর ডিপো শাখার সম্পাদক রিপন খান পাঠান, ডিজেল শপ শাখার আসাদ হোসেন, লোকোসেড শাখার যুগ-সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত প্রমূখ ।
প্রেস বিজ্ঞপ্তি/এএএম/এমএমএইচ/১