এমভয়েস ডেস্ক, বুধবার, ৩০ নভেম্বর ২০২২: ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরির নিউমার্কেটের দোস্ত বিল্ডিংস্থ মহানগর জাতীয় শ্রমিক লীগের কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় জনসভাকে সফল করার প্রস্তুতি নিয়ে বিভিন্ন বেসিক ইউনিয়নের সিবিএ, ননসিবিএ, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল মালেক, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বাবু স্বপন বিশ্বাস, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, চট্টগ্রাম লবণ শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার মাঝি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের কার্যকরি সভাপতি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইকবাল হোসেন দুলাল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর, উপদেষ্টা জামাল উদ্দিন, মোহাম্মদ সায়েম, জাতীয় শ্রমিকলীগ সাগরিকা শিল্পাঞ্চলের সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক যীশু দাস, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের মহিলা নেত্রী ডলী রাণী শীল, জাকিয়া বেগম, রোকেয়া বেগম, আয়েশা বেগম মৌসুমী চৌধুরী, তাহেরা বেগম, বানু আক্তার, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মোহাম্মদ নাসিম, আক্তার উদ্দিন, মহানগর শ্রমিক লীগের নেতা আবুল কাশেম, রউফাবাদ জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের, অক্সিজেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শফি প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় অাধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন বেসিক ইউনিয়নের সিবিএ, ননসিবিএ, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের সিনিয়র নেতাকর্মীদের মিছিলসককারে সমাবেশস্হলে উপস্থিত হওয়ার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।
প্রেস বিজ্ঞপ্তি/এমএমএইচ/৯