এমভয়েস ডেক্স: এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র), এএসআই (স:শস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এবং কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম- সেবা।
গত বুধবার জেলা পুলিশ লাইন অফিসে মাসিক কল্যাণ সভা পদোন্নতিপ্রাপ্তদের ল্যাঙ্গুয়েজ পরিধান করানো হয়।
এএসআই (নি:) হতে এসআই (নি:) পদে পদোন্নপ্রাপ্ত হয়েছেন মো: ফারুক হোসেন, মো: দেলোয়ার হোসেন, এএসআই (স:) হতে এসআই (স:) পদে পদোন্নপ্রাপ্ত হয়েছেন প্রিয়শান্তি চাকমা, মো: আ: খালেক,
মোহাম্মদ জহির হোসেন, বিলেত্য চাকমা,
কনস্টেবল হতে এএসআই (নি:) পদে প্রাপ্ত হয়েছেন
শারমিন আক্তার।
এ সময় পুলিশ সুপার এস এম রশিদুল হক পদোন্নতি প্রাপ্ত সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপর (দক্ষিণ) জনাব আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মো: জাহাংগীর, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স গণ।
এমএমএইচ/৫