এমভয়েস ডেস্ক, সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় সর্বস্তরের শ্রমিক, ছিন্নমূল, বাস্তুহারা বস্তিবাসীকে অংশ গ্রহণের মাধ্যমে সবর্কালের বৃহত্তর জনসভায় পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নিজ বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী ৪ঠা ডিসেম্বরের পলোগ্রাউন্ড মাঠের জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের মতবিনিময় সভায় মহানগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার নেতা শ্রমিকনেতা মোক্তার আহামদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর, চট্টগ্রাম লবণ শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার মাঝি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদেরন সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, বায়োজিদ থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইকবাল হোসেন দুলান, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মহিলানেত্রী জাকিয়া বেগম, মহিলা সম্পাদিকা ডলিরাণী শীল, ফিরোজ শাহ কলোনি শাখার সভানেত্রী হাবিবা রহমান, কোতোয়ালি গঙ্গাবাড়ী শাখার সাধারণ সম্পাদিকা তাহেরা বেগম, বায়োজিদ বোস্তামী থানা শেরশাহ বাংলাবাজার শাখার সভাপতি কবির আহামদ ও সাধারণ সম্পাদক আবুল হাশেম, খুলশী থানা জাতীয় শ্রমিক লীগের নেতা মোহাম্মদ নাজের, পাহাড়তলী থানা জাতীয় শ্রমিকলীগের নেতা আনোয়ার হোসেন রাজু, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর ও উপদেষ্টা জামাল উদ্দিন ও মোহাম্মদ সায়েম, পাহাড়তলী সাগরিকা শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আবুল কাশেম, অক্সিজেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শফি সাধারণ জাতীয় মোহাম্মদ জাফর প্রমূখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, আজ দেশে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি চলমান আছেন বলে বিশ্ব ফোরামে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম সমাদৃত, সুশাসনের রোল মডেল হওয়ায় দেশে কোন দুর্ভিক্ষা নাই। জননেত্রী শেখ হাসিনার সরকার মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত পরিশ্রম করে চলছে। বাকলিয়া বাস্তুহারা বস্তিবাসী ছিন্নমূল মানুষের আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করে বস্তিবাসীদের পুনর্বাসন করার কথা বলেন তিনি।
প্রেসবিজ্ঞপ্তি/এমএমএইচ/৫