1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
৭ নভেম্বর প্যাক এশিয়া-স্পিকারস কাউন্সিল আয়োজনে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা-২০২২ - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

৭ নভেম্বর প্যাক এশিয়া-স্পিকারস কাউন্সিল আয়োজনে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা-২০২২

ডেক্স নিউজ
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক, ৫ নভেম্বর ২০২২: আন্তর্জাতিক কনসালটেন্সি প্রতিষ্ঠান প্যাক এশিয়া বাংলাদেশ চট্টগাম শাখা ও ও স্পিকারস কাউন্সিল বাংলাদেশ এর আয়োজনে আগামী ৭ নভেম্বর সোমবার জিইসিস্হ (সানমার ওসান সিটির পাশে) দিনব্যাপী ‘অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা-২০২২’ অনুষ্ঠিত হবে।

সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা উক্ত মেলায় যে কোন শিক্ষার্থী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলায় অস্ট্রেলিয়ার স্বনামধন্য অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনিত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন এবং মেলায় ম্যাকুরারি বিশ্ববিদ্যালয়, ওলংগং বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি,

মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, সিকিউ বিশ্ববিদ্যালয়, এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়, লাট্রোব বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস,
নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়,
জেমস কুক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, টরেন্স বিশ্ববিদ্যালয়, ডিকেন বিশ্ববিদ্যালয়,
আর এম আই টি বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়,
ইউনিভার্সিটি অফ ওয়েষ্টান অস্ট্রেলিয়া, ওয়েষ্টান সিডনি বিশ্ববিদ্যালয়, সুইনবান বিশ্ববিদ্যালয়, সানসাইন কোষ্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, ফেডারেশন বিশ্ববিদ্যালয়, নাভিতাস বিশ্ববিদ্যালয়গুলোতে
স্কলারশিপ পাওয়া যাবে।

শিক্ষা মেলা সম্পর্কে প্যাক এশিয়া বাংলাদেশ এর প্রধান নির্বাহী প্রদীপ কুমার রয় বলেন, মেলায় শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য যেমন- অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, পার্ট টাইম কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পনসরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

এছাড়াও স্পিকার কাউন্সিলর প্রধান নির্বাহী ও পরিচালক ইমরান আহমেদ বলেন শুধুমাত্র মেলার দিন অন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের বিশাল সুযোগ রয়েছে। আর মেলায় ভ্রমন করলেই থাকছে স্পিকারস কাউন্সিলের IELTS ফিতে ১ হাজার টাকা ছাড়ের সুযোগ। বিস্তারিত তথ্য জানতে লগইন করুনঃ website – https://pacasia.org. এছাড়া আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন প্যাক এশিয়া, স্পিকার্স কাউন্সিল লিমিটেড। ১৩৮৮, পূর্ব নাসিরাবাদ, সানমার ওশান সিটি এর পাশে। ফোন ০১৭৭২৭২১৪৩০।

প্রেসবিজ্ঞপ্তি/এএএম/এমএমএইচ/২

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team