এমভয়েস ডেস্ক, রোববার, ৩০ অক্টোবর ২০২২: প্রথম শ্রেণির ছাত্রী মারজানা হক বর্ষার (৭) হত্যাকারী লক্ষন দাশের ফাঁসির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জামালখান ওয়ার্ডের সবস্তরের এলাকাবাসি ও সুশীল সমাজ।
রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পীরজাদা মো. মহরম হোসাইন বলেন, একটি সভ্য সমাজে এরূপ জগন্য কর্মকান্ড প্রতিটি বিবেকবান মানুষের কোমল হৃদয়কে নাড়া দিয়েছে। সাত বছরের শিশু বষাকে পাশবিক নির্যাতনের পর অপরাধী শ্বাসরুদ্ধ করে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে দেওয়া কোন মানুষের কাজ হতে পারে না। পুলিশের হাতে আটক অপরাধীকে এরজন্য দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে সমাজের সকল বর্ষাদের বসবাস নিরাপদ করতে হবে। যাতে করে আর কোন বর্ষাকে আমরা হারাতে না হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ২১ নং জামালখান ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব, চট্টগ্রাম মহানগর জাতীয় পাটির নেতা মো. সেলিম উদ্দিন সেলিম, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদ, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন টুকু, মো. পারভেজ সাংবাদিক আমান বাদশা, সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দীন, নিহত বর্ষার মা ঝর্না বেগম ও বড় বোন সালেহা আক্তার রুবি।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সমাজসেবক রতন ভট্টাচার্য, মো. আজিম উদ্দীন, নতুন প্রজন্ম ক্লাবের পক্ষে আব্দুল মোর্শেদ সুজন, রাশেদ শরীফ বাপ্পী, আবু বক্কর সিদ্দীক, মানবধিকার কর্মী শরীফ হোসাইন, এমইএস কলেজ ছাত্র মো. আরিফুল ইফতু, মোহাইমিনুল আবদীন, মো. মাহমুদ আহমেদ, মো. ইব্রাহিম খলিল, কায়েস ভূইয়া, সুদীপ্ত পারিয়াল জয়, মো. নাঈম হোসেন, মো. আরফাত হোসেন, মো. হাসনাত হোসেন সহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।
মানববন্ধনে জামালখাঁন দোকান মালিক সমিতির সভাপতি সুজন মল্লিক, সাধারন সম্পাদক মো. ইকবালের নেতৃত্বে মিছিল সহকারে ব্যসায়ীরা একআত্মা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) মারজানা হক বর্ষাকে ধর্ষণের পর মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধে খুন করা হয়। পরে মরদেহ বস্তায় ঢুকিয়ে নালায় ফেলে দেয় খুনি পিশাচ লক্ষণ দাশ।
প্রেস বিজ্ঞপ্তি/এমএমএইচ/৯