এমভয়েস ডেস্ক, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বাদ আসর নগরীর নিউমার্কেটস্থ রেলওয়ে জামে মসজিদে জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মসজিদের পেশ ইমাম মাওলানা নূরীর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে শ্রমিকলীগের নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম লবণ শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার মাঝি, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক আক্তার হোসেন,বায়োজিদ থানা শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা নিমার্ণ শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গণি, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, বাংলাদেশ বাসা দোকান গ্যারেজ ভাড়াটিয়া পরিষদের মহাসচিব গোলাম মোস্তফা ও চট্টগ্রাম মহানগরের সভাপতি ও খুলশী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির মানিক, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুদ্দীন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় শ্রমিকনেতা ইকবাল হোসেন দুলাল, চট্টগ্রাম মহানগর হোটেল রেস্টুরেন্ট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর ও উপদেষ্টা জামাল উদ্দিন ও মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুদ্দীন, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, জাতীয় শ্রমিকলীগ সাগরিকা শিল্পাঞ্চলের সভাপতি মোহাম্মদ ইউসুফ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরে, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মোহাম্মদ নাসিম, আক্তার উদ্দিন, মহানগর শ্রমিক লীগের নেতা আবুল কাশেম রউফাবাদ জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের, অক্সিজেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শফি সাধারণ জাতীয় মোহাম্মদ জাফর প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আজ দেশে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি চলমান আছেন বলে বিশ্ব ফোরামে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম সমাদৃত, সুশাসনের রোল মডেল হওয়ায় বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সংস্থায় বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন। আজ শেখ রাসেল জীবিত থাকলে বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক ও অর্থনৈতিক আরো সমৃদ্ধি অর্জন করতে পারতো। বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্নভাবে নির্মিত হত।
ছবি- শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে হাবিবুর রহমান হাবিব নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের দোয়া মাহফিল।