এমভয়েস ডেস্ক, বুধবার,২৪ আগস্ট ২০২২: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রখ্যাত শ্রমিকনেতা শাহাজাহান খান এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস হল কক্ষে
সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি হেদায়েত হোসেন এর নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি দবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, সংগঠনের প্রতিনিধি দলের সিনিয়র নের্তৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়সা শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা রেজোয়ান হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রাশেদ, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নেতা মুরাদ হোসেন, কাউসার আহামদ, মিঠু দাস প্রমূখ।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপির দৃষ্টি আকর্ষন করে বলেন সংগঠনের চট্টগ্রামের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী হাবিবুর রহমান হাবিবের চাকুরীতে পুনর্বহালের আদালতের রায় বাস্তবায়ন সহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, মুদ্রাস্ফিতি জনিত কারণে সরকরি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন, মহার্ঘ ভাতা চালু সহ বিভিন্ন দাবী-দাওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপের দাবী অবগত করার এবং প্রয়োজনে মহান সংসদে আলোচনার আহ্বান করেন। শাহজাহান খান এমপি এ বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদে কথা বলবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
টিএএস/এমএমএইচ/৫