1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
জাতীয় শোক দিবসে সিএমপির আলোচনা সভা অনুষ্ঠিত - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

জাতীয় শোক দিবসে সিএমপির আলোচনা সভা অনুষ্ঠিত

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক, শনিবার, ২০ আগস্ট ২০২২: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী এমপি।

শনিবার (২০ আগস্ট) দামপাড়াস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিল শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।

এসময় সেখানে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভার শুরুতে ১৫ আগস্ট, ১৯৭৫ এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তব্যে অতিথিবৃন্দ মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধান অতিথি জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা লিখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টিএএস/এএএম/৯

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team