এমভয়েস ডেস্ক, শনিবার, ২০ আগস্ট ২০২২:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ই আগস্ট দুপুরে নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত, চট্টগ্রাম মহানগরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আওয়ামী যুব নেতা শাহেদুল ইসলাম শাহেদের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, বাকলিয়া আদর্শ বালিকা উ বিদ্যালয়, দিলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, হাসনাহেনা বালিকা উচ্চ বিদ্যালয়, সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজ, মেরন সান স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করলেও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ৮ ম শ্রেণি রোল নং- ৯, ৪৬, ৫২ , ১৪, ৪৩, ৩২, ২৯, ৪৯, ৫৪, ৭০ এবং ৯ ম শ্রেণি রোল নং- ৫৪, ৩৮, ৪০, ১৪৮, ৩৯, ৪১, ২০৬, ৮১, ৫২ এবং ১০। এতে উভয় শ্রেণির মেধাক্রম অনুসারে প্রথম তিনজন রোল নাম্বারধারী ট্যালেন্টপুলে এবং অবশিষ্ট রোল নাম্বারধারী শিক্ষার্থীরা সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।
বৃত্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ডাঃ নাসির উদ্দিন মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতাবৃন্দ কাজী আজিজুল কিবরিয়া লাভলু, এস. এম. ওমর ফারুক, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মোঃ আবছার, হারুনুর রশিদ রাশেক, মোঃ সুমন প্রমুখ।
টিএএস/এএএম/৮