এমভয়েস ডেস্ক, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২: যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে চট্টগ্রামে উদযাপিত হল ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব-২০২২।
এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন মাতৃশক্তি পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত হয় ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
র্যালীর উদ্ধোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএএস/এএএম/৪