এমভয়েস ডেস্ক, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২: চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের এগিয়ে চলার চার দশক উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরুন্নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে ভাষা বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান রচিত’মাইজভাণ্ডারী গান ও তার প্রকৃত স্বরূপ’শীর্ষক প্রবন্ধের আলোকে সেমিনার, ভাব সংগীতের আসর ‘ঐশী সুর’ ও আনন্দ আড্ডা অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় একুশে পদক ও বাংলা একাডেমি ফেলোশিপ প্রাপ্ত বাঁশী শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম।
সেমিনারে আলোচক থাকবেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর আনোয়ারা আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোঃ শেখ সাদী।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শ্রী শৈবাল দাশ সুমন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
সভাপতিত্ব করবেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।
ভাব সংগীতের আসর ‘ঐশী সুর’এ বেতার- টিভি শিল্পী আবদুর রহিম, ডক্টর হানিফ মিয়া, সঞ্জিত আচার্য, শংকর দে, সুব্রত দাশ অনুজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ মুসলিম আলী জনি, রাজীব মজুমদার, লুপর্ণা মুৎসুদ্দি, সৃষ্টি বড়ুয়া, রুবেল চৌধুরী, প্রণয় ধর, মোঃ নূরুদ্দীন, মোঃ জ্যোতির্ময় জ্যোতি প্রমুখ অংশগ্রহণ করবেন।
আনন্দ আড্ডায় নবীন-প্রবীণ লেখক ও আমন্ত্রিত সুধীজনেরা অংশগ্রহণ করবেন।
বুধবার সন্ধ্যায় অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি সভা আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মার্জিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা- সভাপতি প্রাবন্ধিক মোঃ সঞ্জিত আলম, সহ সাধারণ সম্পাদক রাজ গোপাল ঘোষ রাজু, সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোঃ মহরম হোসাইন, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শাকিল, নির্বাহী সদস্য প্রণবরঞ্জন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে আগ্রহী সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে।
টিএএস/এএএম/৯