1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ বৃহস্পতিবার - MVOICE 24
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ বৃহস্পতিবার

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক, বুধবার, ১৭ আগস্ট ২০২২: চট্টগ্রাম আদালত এলাকায় দুই সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাতে সিইউজে কার্যালয়ে আয়োজিত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এছাড়াও দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের আইনজীবী সনদ বাতিল ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন সিইউজে নেতৃবৃন্দ।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক ইউনিট প্রধান খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ।

বৈঠকে সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, বিএফইউজে সদস্য আজহার মাহমুদ, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিক আহমেদ সাজীব, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমানসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি/এএএম/৯

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team