এমভয়েস ডেস্ক, মীরসরাই (চট্টগ্রাম), সোমবার, ০১ আগস্ট ২০২২: মীরসরাইয়ে খৈয়াছরা এলাকায় ট্রেনের ধাক্কায় পর্যটকবহনকারী মাইক্রোবাসের ১১ যাত্রীর নিহত হওয়ার ৩দিন পর আবারো ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মীরসরাই স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুন্ড রেলওয়ের পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আগত মহানগর প্রভাতী আসার সময় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিচয় পেলে আইনগত ব্যবস্থার মাধ্যমে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর দেড়টার দিকে হাটহাজারী থেকে মীরসরাইয়ে ঝর্ণা দেখতে আসা ১৮ জন পর্যটকবহনকারী একটি মাইক্রোবাসকে খৈয়াছড়া ঝরনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসে থাকা ১১ জন পর্যটক নিহত হন। আহত হন আরো ৬জন।
প্রতাপ বনিক/এমএইচএম/৫