এমভয়েস ডেস্ক, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২: ফিনল্যান্ড প্রবাসী খ্যাতিমান আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশ টিটুর তিন দিনব্যাপী প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত গুণী সাংবাদিক আবুল মোমেন। প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত।
মোবাইলে তোলা ২৪টি ছবি নিয়ে এই প্রদর্শনীতে দেখা যাবে ফিনল্যান্ডের প্রকৃতিতে শ্বেতশুভ্র বরফের ক্রীড়ানৈপুণ্য।
চট্টগ্রামের ফটো সাংবাদিক অনুরূপ কান্তি দাশ বছর পাঁচেক আগে ফিনল্যান্ডে থিতু হয়েছেন জীবন-জীবিকার তাগিদে। জীবন তাকে জীবিকা পাল্টে দিলেও শিল্পের প্রতি তার অনুরাগ একটুকুও দমাতে পারে নি। দেড় দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে আলোকচিত্রকলার সাথে যুক্ত থাকা অনুরূপ জীবিকার প্রয়োজনে প্রবাসে গিয়েও ছাড়তে পারেন নি তার নেশা। ষড়ঋতুর দেশ ছেড়ে নতুন দেশের প্রকৃতির রূপ-রস তাকে আলোড়িত করেছে সমভাবে। অনুপ্রাণিত করেছে নতুন করে ক্যামেরার ল্যান্সে চোখ রাখতে। উত্তরের দেশ ফিনল্যান্ডের তীব্র শীত আর শুভ্র প্রকৃতি অনুরূপ তার ক্যামেরার মাধ্যমে তুলে এনেছন শৈল্পিক আবহে।
টিএএস/এএএস/৪